শ্বেতী রোগের স্থায়ী চিকিৎসা | Vitiligo Disease And Treatment
বিশ্ব ভিটিলিগো শ্বেতী রোগ দিবস ২৫ জুন পালন করা হয়।
ভিটিলিগো বা শ্বেতী রোগ নামে যেটা আমরা পরিচিত। এটাকে White Skin ও বলা হয়ে থাকে।
এই রোগ নিয়ে বেশকিছু ভুল ধারণাও রয়ে গেছে অনেকের মাঝে, আজ সেটা নিয়েই আলোচনা করবো, এবং এর স্থায়ী সমাধান কি সেটাও বলবো।
শ্বেতীরোগ সম্পর্কিত ভুল তথ্যঃ
১। শ্বেতীরোগ সংক্রামক ব্যাধি।
২। ত্বকের সব সাদা দাগ শ্বেতীরোগ।
৩। শ্বেতীরোগ মাছ/দুধ এবং দুধ/লবণ ইত্যাদি খাবারের সংমিশ্রণের কারণে ঘটে।
৪। শ্বেতীরোগ শতভাগ (১০০%) বংশগত।
৫। শ্বেতীরোগে আক্রান্ত ব্যক্তিকে বিয়ে করা যাবে না।
শ্বেতীরোগ সম্পর্কিত সঠিক তথ্যঃ
১। শ্বেতীরোগ সংক্রামক ব্যাধি নয়।
২। ত্বকের সব সাদা দাগ শ্বেতীরোগ নয়।
৩। কোন ধরনের খাবার দ্বারা শ্বেতীরোগ হয় না।
৪। শ্বেতীরোগ বেশিরভাগ ক্ষেত্রে একটি অটো ইমিউন রোগ কিন্তু সংখ্যালঘু ক্ষেত্রে রোগটি বংশগত।
৫। শ্বেতীরোগ সংক্রামক ব্যাধি না হওয়াতে আক্রান্ত ব্যক্তিকে বিয়ে করা যাবে।
শ্বেতী রোগের চিকিৎসাঃ
Example:-
Cream: Rutinib 1.5%
Generic Name: Ruxolitinib
Brand: Drug International Ltd.
Cream: Vitigo 1.5%
Generic Name: Ruxolitinib
Brand: Incepta Pharmaceuticals Ltd.
বিঃদ্রঃ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চর্ম ডাক্তারের পরামর্শ নিবেন (কারণ এটা শ্বেতীরোগ কিনা সেটাও আপনাকে জানতে হবে), এবং যে কোন কোম্পানির ঔষধ ব্যবহার করতে পারবেন।