মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া
মসজিদে প্রবেশের দোয়াঃ
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে ঢুকবে, তখন এই দোয়া পরবে।
উচ্চারণঃ আল্লাহুম্মাফ তাহলি আবও-বা রহমাতিক।
অনুবাদঃ হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার রহমতের দরজা গুলো খুলে দাও। (মুসলিম ও মিশকাত শরিফ)
মসজিদ থেকে বের হওয়ার দোয়াঃ
যখন বের হবে, তখন এই দোয়া পড়বে।
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক।
অনুবাদঃ হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার অনুগ্রহ প্রার্থনা করছি। (মুসলিম ও মিশকাত শরিফ)