নামাজ বাতিল বা নষ্ট হওয়ার কারণ সমূহ | নামাজ নষ্ট হওয়ার কারণ ০৭ টি
নামাজ যে কারণে বাতিল বা নষ্ট হয়ে যায়ঃ
১। ইচ্ছাকৃতভাবে নামাজে কথা বলা।
২। সম্পূর্ণ শরীর ক্বিবলার দিক থেকে সরে যাওয়া বা নেওয়া।
৩। পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া।
৪। বিনা প্রয়োজনে নামাজে অধিক নড়াচড়া করা।
৫। নামাজে উচ্চস্বরে বা অট্টহাসি দেয়া।
৬। ইচ্ছাকৃতভাবে নামাজে রুকু সিজদা বেশী করা।
৭। ইচ্ছা করে নামাজের যে কোনো বিধান ইমামের আগে করা বা ইমামের আগে যাওয়া।