দুই সেজদার মাঝে বসার দোয়া
رب اغفرلي، رب اغفرلي
উচ্চারণঃ রব্বিগফিরলী, রব্বিগফিরলী।
অর্থঃ হে আল্লাহ্! তুমি আমাকে ক্ষমা কর, হে আল্লাহ্ তুমি আমাকে ক্ষমা কর। (আবু দাউদ-ইবনে মাজাহ্)
اللهم اغفرلي، وارحمني، وعافني واهدني، وارزقني (رواه أبو داود والترمذي)
উচ্চারণঃ আল্লাহুম্মাগফিরলী ওয়ার হামনী ওয়া আফিনী ওয়াহদিনী ওয়ারযুকনী।
অর্থঃ হে আল্লাহ! তুমি আমাকে ক্ষমা কর, আমার প্রতি রহম কর, আমাকে সুস্থতা দান কর, সঠিক পথে পরিচালিত কর এবং রিযিক দান কর। (আবু দাউদ, তিরমিযী)
একটি বর্ণনায় বেশি রয়েছেঃ
واجبرني (ওয়াজবুরনী)
অর্থঃ আমার ক্ষতিপূরণ কর।
অন্য বর্ণনায় রয়েছেঃ
وارفعني (ওয়ারফা‘নী)
অর্থঃ আমার মর্যাদা বৃদ্ধি কর। (ইবনে মাজাহ)